mous">
বুধবার, ২৭ অক্টোবর ২০২১, ০৩:৪৯ পূর্বাহ্ন

বঙ্গবন্ধু ৩৪তম জাতীয় বয়স ভিত্তিক সাঁতার ও ডাইভিং প্রতিযোগিতা

তুষার আহাম্মেদ- বঙ্গবন্ধু ৩৪তম জাতীয় বয়স ভিত্তিক সাঁতার ও ডাইভিং প্রতিযোগিতা ২০২১ অনুষ্ঠিত হয়েছে। গত এর ১০ই অক্টোবর থেকে ৫ই অক্টোবর পর্যন্ত সেয়দ নজরুল ইসলাম জাতীয় সুইমিং কমপ্লেক্স ঢাকা মিরপুরে মেইন বোর্ড নুরুল ইসলামের নেতৃত্বে উক্ত সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এসময় মুন্সীগঞ্জ জেলা ক্রীড়া সস্থার পক্ষে অংশগ্রহণ করে খাদিজা আক্তার ২টি রৌপ্য পদক ৫টি তামার পদক পেয়ে কৃতিত্বের সাথে গৌরব অর্জন করেছে। সেই সাথে মুন্সীগঞ্জ সুইমিং ক্লাব এর পক্ষে ফারিয়া আক্তার ২টি তামার পদক পেয়ে কৃতিত্বের সাথে গৌরব অর্জন করেন। এই প্রতিযোগিতায় মোট সাত খেলোয়ার অংশগ্রহণ করেন। খাদিজা, ফারিয়া, সাদিয়া, শ্রাবন্তি, আরিফা, আফসানা, আসমা। কৃতকার্য হন ২ জন। খাদিজা ২০০ মিটার বাটারফ্লাই এবং ২০০ মিটার চিৎ সাঁতারে ২টি ইভেন্টে ২ টি রৌপ্য পদক পেয়েছেন। ১০০ মিটার বাটার ফ্লাই সাঁতারে ৩য়. ১০০ মিটার ব্যাকস্ট্রোক সাঁতারে ৩য়, ২০০ মিটার ফ্রিস্টাইল সাঁতারে ৩য়, ৪০০ মিটার ফ্রিস্টাইল সাঁতারে ৩য়, ২০০ মিটার রিলে সাঁতারে ৩য় স্থান লাভ করেন। ফারিয়া ২০০ মিটার ব্যাকস্টোক সাঁতারে ৩য় ও ১০০ মিটার ফ্রিস্টাইল সাঁতারে ৩য় স্থান অর্জন করেন।ফেজবুক পেইজে লাইক দিন