mous">
বুধবার, ২৭ অক্টোবর ২০২১, ০৩:০৭ পূর্বাহ্ন

শিমুলিয়ায় পদ্মা পারাপারের  যানবাহনের দীর্ঘ সারি

তুষার আহাম্মেদ-  দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্যতম প্রবেশ পথ শিমুলিয়া-বাংলাবাজার নৌ-পথে সিমিত আকারে ফেরী চলাচল করায় ঘাট এলাকায় রয়েছে ছোট -বড় যানবাহনের দীর্ঘ সারি।
গতকাল  শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনে ভোর থেকে শিমুলিয়ায় দক্ষিণবঙ্গগামী গাড়ির চাপ বাড়তে শুরু করে।
জানাগেছে  যানবাহন চালকদের অভিযোগ বিআইডব্লিউটিসি, আনসার ও পুলিশ মিলে মিশে ভিআইপি যানবাহন পার করায় ঘাটে এসে ফেরী পার হতে দীর্ঘ সময় লাগছে তাদের। এদিকে, প্রায় পাচঁ মাস বন্ধ থাকার পরে স্পিড বোট চালু হওয়ায় স্পিড বোট ঘাটেও দেখা গেছে যাত্রীদের দীর্ঘ লাইন। আর এ সুযোগে এ নৌ-পথের লঞ্চগুলোতে ধারণ ক্ষমতার চেয়ে তিন থেকে চারগুণ যাত্রী নিয়ে পদ্মা পাড়ী দিচ্ছে লঞ্চগুলো।
বিআইডব্লিউটিসির শিমুলিয়াঘাটের ব্যবস্থাপক সাফায়েত আহম্মেদ  বিষয়টি নিশ্চিত করেছেন। এই নৌপথে ৫টি মাঝারি ফেরি চলাচল করছে। তবে, সেগুলো গাড়ির চাপ সামলাতে হিমশিম খাচ্ছে।
তিনি বলেন, ‘সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় অনেকে ব্যক্তিগত গাড়ি নিয়ে ঘাটে এসে ভিড় করছে। এজন্য শিমুলিয়াঘাটের পরিস্থিতি অস্বাভাবিক। শিমুলিয়া-বাংলাবাজার নৌপথে ৫টি মিডিয়াম ফেরি চলছে। এগুলো গাড়ির চাপ সামাল দিতে পারছে না। সময় বাড়ার সঙ্গে সঙ্গে গাড়ির চাপও বেড়েছে। গাড়ির দীর্ঘ লাইন তৈরি হচ্ছে। ঘাটে এসে ফেরিতে প্রবেশ করতে ৩-৪ ঘন্টা সময়ও লাগছে।’
বিআইডব্লিউটিসির শিমুলিয়াঘাটের উপমহাব্যবস্থাপক(এজিএম) মো. শফিকুল ইসলাম জানান, ৫টি ফেরি দিয়ে গাড়ির চাপ সামাল দেওয়া সম্ভব হচ্ছে না। দিন দিন পদ্মায় স্রোত কমতে শুরু করেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নৌপথ সরেজমিন পরিদর্শন শেষে ফেরির সংখ্যা মন্ত্রণালয়ের নির্দেশে বাড়াতে পারে।ফেজবুক পেইজে লাইক দিন